BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম

Swapno

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ রামগতির হাসানের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর  প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০০ এএম

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ রামগতির হাসানের মৃত্যু

ছবি : জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ রামগতির হাসানের মৃত্যু

গত বছরে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে গুলিবিদ্ধ গাজী মো. হাসান (২২) এর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার(২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার সময় থাইল্যাল্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

শহিদ হাসান উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টুমচর গ্রামের মৃত সেলিম উদ্দিন ও মাহিনুর বেগম দম্পতির  ছেলে।

তিনি চট্টগ্রামের বন্দর এলাকায় কাভার্ডভ্যান তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত হাসানের ছোট বোন সুমাইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। যা সম্ভাব্য ব্রেন ড্যামেজের কারণ হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালী ও কণ্ঠনালী এক করে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এ সময় ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মস্তিষ্কে এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

এরপর গত সাত মাস ধরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন মোহাম্মদ হাসান। গত ১০ এপ্রিল হাসানকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফসাপোর্টে নেয়া হয়।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার সময় তাঁর মৃত্যু হয় । 

প্রতিবেশি ও স্থানীয় গণমাধ্যমকর্মী গোলাম রব্বানী জানান, হাসানের বাবা মারা যাওয়ার পর তার মা নোয়াখালী সূবর্ণচরে বসবাস করায় চরগাজীতে তার দাদা-দাদী রয়েছেন। তাঁর লাশ নোয়াখালী সুবর্নচর উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা ১নং ওয়ার্ডে সমাহিত করা হবে বলে পারিবারিকভাবে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, ইতিমধ্যে হাসানের পরিবারের (ভগ্নিপতির) সাথে যোগাযোগ হয়েছে। আগামীকাল (শনিবার) তার লাশ দেশে আসার কথা রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রিজিং এ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। তার মায়ের ইচ্ছায় সুবর্ণচরে লাশ দাফন করা হবে। এ বিষয়ে সবধরনের সহযোগিতা করা হবে।

গণঅভ্যুত্থানের আন্দোলনে গুলিবিদ্ধ হাসান গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ চট্টগ্রাম লক্ষ্মীপুর রামগতি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com