
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম
গাইবান্ধায় ৬ সাবেক এমপিসহ আ.লীগের ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. বায়োজিদ বোস্তামি জীমকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ছয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘ ১০ মাস পর বৃহস্পতিবার (১৬ মে) গাইবান্ধা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী বায়োজিদ নিজেই।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি নাহিদ নিগার সুলতানা, গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি শাহ সরোয়ার কবির, সাবেক হুইপ ও গাইবান্ধা-২ এর আরেক সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপন।
এজাহারে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে বায়োজিদকে অপহরণ করে ছাত্রলীগের জেলা সভাপতি আসিফ সরকারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করা হয়। রাত ১০টার দিকে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এরপর ৪ আগস্ট দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আবারও বায়োজিদকে মারধর করা হয়, এবং এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বায়োজিদ বলেন, “আমার ওপর দুই দফায় পরিকল্পিত হামলা চালানো হয়েছে, এমনকি হত্যার চেষ্টাও হয়েছে। অবশেষে আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি, ন্যায়বিচার পাব।”
মামলার বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।