Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:২৩ পিএম

বগুড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৪

ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

বগুড়ার গাবতলী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চকবোচাই বাজারসংলগ্ন পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম মতি (৬০), যিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা এবং মৃত মজিবুর রহমানের পুত্র।

আহতদের মধ্যে রয়েছেন মোছা. রুবিয়া ইসলাম বিউটি (৫৫), মো. টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২)। তাঁরা বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি চকবোচাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীই গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম মতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওসি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন