
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৫০ এএম
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের দায়িত্ব নেবে: রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৫:৫২ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদের পরিবার এবং আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে অনেকেই কারাবরণ করেছেন। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য শহীদ আরমান মোল্লারা জীবন উৎসর্গ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে।
রিজভী আরও বলেন, শহীদ আরমান মোল্লার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে। তিনি দাবি করেন, এই পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব ছিল। সন্তানরা যতদিন শিক্ষার সুযোগ না পায়, ততদিন তাদের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের।
এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এবং শহীদ আরমান মোল্লার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কবীর রিজভী।