Logo
Logo
×

সারাদেশ

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান 'নিবেদন'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৪:৪৩ পিএম

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান 'নিবেদন'

ছবি : দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান 'নিবেদন'

নানা সংকট ও সম্ভাবনাকে সঙ্গী করেই মানসম্মত ও দর্শক-চাহিদা উপযোগী অনুষ্ঠান নির্মাণ করে সামনের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম এর  কার্যক্রম।

সম্প্রতি বিটিভি চট্টগ্রাম নির্মিত  অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান "নিবেদন" ব্যাপক প্রশংসা পেয়েছে।অনুষ্ঠানটিতে স্থান পেয়েছে ফেনী জেলার  ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনার নেপথ্যের কারিগরদের অবদান সহ এ জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য। 

জসিম উদ্দিন নামের এক দর্শক জানান,একটি জেলার গুরুত্ব ফুটিয়ে তোলা অনেক কঠিন কাজ।আর এ কাজটি চমৎকারভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে।

সংস্কৃতি কর্মী সামিরা মাশরুহা বলেন,আমরা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর কাছে আশা করবো এইধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে প্রচার করা হউক।একটি অঞ্চলের কৃষ্টি -কালচার তুলে ধরতে, যে প্রয়াস সেটি করেছেন অনুষ্ঠানটির কলাকুশলীরা।

এ বিষয়ে অনুষ্ঠানটির প্রযোজক মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান,বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক মোঃ ঈমাম হোসাইন সাহেব ও  আমাদের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে নোয়াখালী, লক্ষীপুর,চাঁদপুর,কুমিল্লা,ব্রাম্মণবাড়িয়া,চট্টগ্রাম,কক্সবাজার সহ এতদঅঞ্চলের প্রত্যেকটি জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক এই "নিবেদন" অনুষ্ঠানটির মাধ্যমে তুলে ধরা হবে।

আমরা আশা করবো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর এই প্রচেষ্টা যেন সফল ও সুন্দর হয়।

জানা যায়,এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন  এর একটি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে দেশের বেশিরভাগ  মানুষের হৃদয়ে স্হান করে নিয়েছিল। নানা সীমাবদ্ধতায় বেশকিছু দিন এই অনুষ্ঠানটি বন্ধ ছিল। তবে বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোঃ ঈমাম হোসাইন দায়িত্ব নেয়ার পর তিনি সার্বিক তত্ত্বাবধানে আবার শুরু করেছেন।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তাহনিয়া ইয়াসমিন ও নেপথ্যে কন্ঠ প্রদান করেন আশিক আরেফিন। 

বিগত ৬ ও ৭ মে চট্টগ্রাম টেলিভিশন এর একটি ধারকদল দুইদিন ফেনী জেলায় অবস্থান করে বিভিন্ন স্থানে জেলার সকল স্তরের শিল্পী ও স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানটি ধারণ করেন।পরবর্তীতে এর সম্পাদনা শেষ করে ১টি পর্ব ১৯ মে রাত ১০.২০ মিনিটে প্রথম প্রচার করে এবং সর্বস্তরের দর্শকদের সুনাম কুড়ায়। এই অনুষ্ঠানটি মানসম্পন্ন হওয়ায় ইতোমধ্যে কয়েকবার পুন:প্রচার করা হয়। 

জানা গেছে,নিবেদন এর দ্বিতীয় পর্বটি প্রচার করা হবে আগামী ২রা জুন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন