
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৫১ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির ঘোষিত নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে। আগামী ১৪ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচন মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশে স্থগিত করেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, গঠিত নির্বাচন পরিচালনা কমিটি আইনসঙ্গতভাবে গঠন করা হয়নি এবং এতে স্বেচ্ছাচারিতা হয়েছে। বিধি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ না করেই এই কমিটি গঠিত হয়েছে। এছাড়া, বিভাগীয় শ্রম দপ্তরের মাধ্যমে যে অনুমোদনপত্র ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আদালতের আদেশে সেই কমিটির কার্যকারিতা স্থগিত হওয়ায় আপাতত নির্বাচন বন্ধ থাকবে। সমিতির অন্যান্য কার্যক্রম আগের নিয়মেই চলবে।”
হাইকোর্টের এই আদেশে সমিতির নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনার ঝড় উঠেছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন জটিলতা দেখা দিয়েছে।