
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে পড়ে দম্পতি আহত, সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আবারও ঘটে গেল দুর্ঘটনা। মঙ্গলবার (২০ মে) দুপুরে এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পর জেলা প্রশাসন কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি জানান, দুর্ঘটনায় দম্পতির দুই পা ও কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ম্যাজিস্ট্রেট নাফি বলেন, “দরিয়ানগর পয়েন্টে ফরিদ নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন প্যারাসেইলিং ইউনিট নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে দুইজনকে উড়ান দেয়। এ সময় হঠাৎ দড়ি ছিঁড়ে বা নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতি ছিটকে পড়ে গুরুতর আহত হন।”
তিনি আরও জানান, “প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তবে মালিক এবং সংশ্লিষ্ট কর্মীরা ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।”
আহত পর্যটক দম্পতিকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে কোথায় চিকিৎসাধীন – সেটি নিশ্চিত করতে কক্সবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ম্যাজিস্ট্রেট নাফি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের জুন মাসে একই দরিয়ানগর এলাকায় এক নারী পর্যটক প্যারাসেইলিং দুর্ঘটনায় গুরুতর আহত হন। সে সময়ও সাময়িকভাবে প্যারাসেইলিং নিষিদ্ধ করা হয়েছিল, যদিও পরে আবার চালু করা হয়। নতুন এ দুর্ঘটনায় আবারও পর্যটন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।