
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৩২ পিএম

যুবলীগ নেতা শিহাব সরকার
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিহাব সরকার (৩৮), যিনি শহরের বৌয়াকুর এলাকার বাসিন্দা এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর ভাতিজা। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের বানিয়াছল এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শিহাব শহর যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার পাশাপাশি হত্যা ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে শিহাব দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা, সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। রেলস্টেশন এলাকাকে কেন্দ্র করে তার তৎপরতা সবচেয়ে বেশি ছিল, এমনকি তার ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতেও সাহস করত না।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম জানান, “শিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্তত চারটি হত্যা মামলায় তার নাম রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে শিহাব গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।