
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:২১ এএম
কমলনগরে চালকের ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ২

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০২:৫১ পিএম

ছবি : সড়ক দুর্ঘটনায় নিহত মো: ওসমানগনি ও মো: রফিক (বাম থেকে)
লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- রামগতি সড়কের করইতলা বাজার সংলগ্ন ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজির ৫ জন যাত্রীদের মধ্যে ২ জন নিহত হয়েছেন ও অপর ৩ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন উপজেলার চর লরেন্স ইউনিয়নের খামার ব্যবসায়ী মো: ওসমানগনি (৪৫) ও চর ফলকন ইউনিয়নের মিঝি বাড়ির মো: রফিক (৩৫)। আহতের মধ্যে রামগতি উপজেলার চর সিতা এলাকার আরিফ হোসেনের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।
জানা গেছে, রাতে ঢাকা থেকে বাসে করে এসে ভোরে লক্ষ্মীপুরে নামেন যাত্রীরা। লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন থেকে বাড়ি ফিরতে সিএনজিতে উঠেন তারা। ঘটনার সময় করইতলা বাজারের উত্তরে ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ জন যাত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ হোসাইন জানান, তিনি সহ ৫ জন যাত্রী লক্ষ্মীপুর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় লক্ষ্মীপুর-কমলনগর সড়কের করইতলা বাজার এলাকায় পৌঁছলে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। নিহত ওসমান গনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। এবং রফিক দীর্ঘদিন পর পরিবারের সাথে সাক্ষাৎ করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি আটক করে পুলিশ হেফাজতে রাখা আছে। ভুক্তভোগী পরিবারদের কেউ মামলা করলে আইনগত সহায়তা ও ব্যবস্থাগ্রহণ করা হবে।