
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
ভারতের ভারী বর্ষণে শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০১:১৬ এএম

ছবি : সংগৃহীত
ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে শেরপুর জেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সোমবার (১৯ মে) রাত ১০টায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীটির পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
গত তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে আরও কয়েকটি নদীর পানি ক্রমেই বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এতে করে হঠাৎ বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার পরিমাপ অনুযায়ী, ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপদসীমার ৩১৫ সেন্টিমিটার নিচে রয়েছে। নালিতাবাড়ী পয়েন্টে নদীটির পানি বিপদসীমার ৩২০ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সময়, পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার চেয়ে ৬০৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
এ অবস্থায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এলাকাবাসী।