
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম
সাভারে গুলিতে যুবক নিহত, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৫৪ এএম

ছবি : সংগৃহীত
সাভারে সন্ত্রাসীদের গুলিতে শাহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) রাত প্রায় ৯টা ৩০ মিনিটে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার সাবেক বিএনপি সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা এবং কবির হোসেনের ছেলে। তিনি ব্যাংক কলোনি মহল্লার বরুনের মালিকানাধীন একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন ওই রাতে এক ব্যক্তির সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ করেই তার সঙ্গী শাহিনের মাথায় গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর শাহিন কিছু সময় একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ভর করে দাঁড়িয়ে থাকেন, এরপর তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান তিনি।