Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় তিন থানার ওসি বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৪৬ এএম

বগুড়ায় তিন থানার ওসি বদলি

ছবি : সংগৃহীত

বগুড়ায় তিনটি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বিপিএম (বার), পিপিএম–এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়।

নতুন দায়িত্ব অনুযায়ী, পুলিশ কন্ট্রোল রুমের ইনস্পেক্টর মো. হাসান বাসিরকে বগুড়া সদর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে সদর থানার দায়িত্বে থাকা ওসি এসএম মঈনুদ্দীনকে বদলি করা হয়েছে শেরপুর থানায়। অপরদিকে শেরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম শফিককে পদায়ন করা হয়েছে শাজাহানপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে।

আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ রদবদল কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন করতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন