
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:৫৪ এএম
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৬:৩৮ পিএম

ছবি : কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ নিয়ে তালবাহানা ও ভিআইপি লাইনের নামে বৈষম্য বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহকরা।
সোমবার (১৯ মে) বিকাল ৫ টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে " কমলনগরে সর্বস্তরের জনগনের ব্যানারে" এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শত শত বিক্ষুব্ধ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হাজিরহাট বাজার বনিক সমিতির সভাপতির মো: আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব।বাজার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও কমলনগর প্রেসক্লাবের সদস্য মো: ইউনুস হাওলাদার ও বাজার ব্যবসায়ী মো: ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকাকে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে রেখে এক কিলোমিটার এলাকায় ভিআইপি লাইনের নামে বৈষম্য করা হচ্ছে।
এসময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যে এক কিলোমিটার ভিআইপি লাইন বলে চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ওই লাইনে ভিআইপি কারা আমরা তা জানতে চাই?
মূলত বিগত সরকারের সময়ে অসৎ উদ্দেশ্যে এই লাইনটি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা এসব বৈষম্য বন্ধ করে পুরো কমলনগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
জানা যায়, গত এক মাস ধরে কমলনগরে পল্লী বিদ্যুতের বেপরোয়া লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েন এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা। দিনরাত সবমিলিয়ে গড়ে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছেনা বিদ্যুৎ কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহক ফোঁসে উঠেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
পল্লী বিদ্যুৎ কমলনগর জোনাল অফিসের ডিজিএম নিতীশ শাহা বলেন, আমরা তো বিদ্যুৎ উৎপাদন করিনা। যতটুকু বরাদ্দ পাচ্ছি,ততটুকু সরবরাহ করছি । তবে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে লাইন মেরামতের কাজ চলমান থাকায় লোডশেডিং বেশী হচ্ছে। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে।