
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম
যশোরে ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:০২ পিএম

ছবি : সংগৃহীত
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজা খাতুন (৫) মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, হতাহত শিশুদের বাবা-মা ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করেন। ঘরের ভেতর থাকা কিছু জিনিসের মধ্যে একটি বলের মতো বস্তু দেখতে পেয়ে সজিব ও খাদিজা খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে তাদের সঙ্গে তাদের আরেক বোন আয়েশাও আহত হয়।
আহত শিশুদের প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সজিব ও খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই খাদিজার মৃত্যু হয়।
এর আগে, সকালে যশোরের শংকপুর এলাকায় ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট।