
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৩ এএম
বগুড়ায় উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:৩০ পিএম

ছবি : বগুড়ায় উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল রবিবার দুপুরে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
ইমরান হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
স্থানীয়রা জানান, ইমরান হোসেনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের কোনো মামলা ছিল না। তাই তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন। ডিবি পুলিশ রোববার দুপুরে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।