BETA VERSION সোমবার, ০৭ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৯:০৫ এএম

Swapno

সারাদেশ

রাজবাড়ীতে হত্যা মামলার আসামির বাড়িতে ভাঙচুর, বাধা দিতে গিয়ে আহত এসআই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:২২ পিএম

রাজবাড়ীতে হত্যা মামলার আসামির বাড়িতে ভাঙচুর, বাধা দিতে গিয়ে আহত এসআই

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলায় ভ্যানচালক রুপল শেখ হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষে হামলা চালানো হয় মামলার আসামির বাড়িতে। এই ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুর গ্রামের বাসিন্দা রুপল শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা শামসুদ্দিন ও মোক্তার বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর চালায়। হামলা ঠেকাতে গেলে এসআই সাব্বির হোসেনের মাথায় ইট নিক্ষেপ করা হয়, এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আহত এসআইকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানিক ও মোসলেম নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে আসামিদের বাড়ির দিকে অগ্রসর হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে এসআই সাব্বির বাধা দেন। তখন উত্তেজিত জনতা তার মাথায় ইট ছুড়ে মারে। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করছি।”

এর আগে শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ ও চুরির অভিযোগে রাজাপুর গ্রামের দিনমজুর ও ভ্যানচালক রুপল শেখকে পিটিয়ে হত্যা করা হয়। ওই রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। শনিবার ভোরে চারজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ী হত্যার প্রতিবাদ আহত এসআই

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com