Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:০০ পিএম

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং বজ্রপাত প্রতিরোধে করণীয় নির্ধারণে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারের টেকসই উন্নয়নের জন্য প্রতিটি অসম্পন্ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় অন্যান্যের বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার, বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যে এতে আরো উপস্থিত ছিলেন-এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন,  দৈনিক কালবেলার রাজিবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, নাগরিক টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, দৈনিক আজকের দর্পণ কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানা। 

সভায় দৈনিক কালবেলা এবং এশিয়ান এজ'র বিভাগীয় প্রধান সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু বজ্রপাত নিরসনে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা এবং ব্যাপক সংখ্যক তালগাছের চারা রোপণ ও সংরক্ষণের আহবান জানান। 

জেলা সমন্বয় কমিটির মিটিং শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন