
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:২৮ এএম
অব্যাহতির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া নারী সমন্বয়ক লিজার, দুই ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দুই ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ফাতেমা খানম লিজা। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা দাবি করে সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি, যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করা হয়।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টায় এক ভিডিও বার্তায় লিজা বলেন, “বৈছাআ চট্টগ্রাম নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ এনেছেন—একটি মাদকসেবনের, অপরটি অনিয়ন্ত্রিত জীবনযাপন সংক্রান্ত। আমি স্পষ্ট করে জানাচ্ছি, আগামী দুই ঘণ্টার মধ্যে যদি এই অভিযোগের ভিত্তিতে প্রমাণ হাজির করতে না পারেন, তবে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
এর আগে, সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে লিজাকে মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে মাদক সেবন ও অবৈধ কার্যকলাপে যুক্ত দেখা গেছে বলে দাবি করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিনে প্রকাশিত আরেক নির্দেশনায় বলা হয়, চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার প্রেক্ষিতে সংগঠনের আরেক নেতা শাহরিয়ার সিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৈছাআ নেতারা বলেন, সংগঠনের নীতি ও মূল্যবোধ রক্ষায় এই ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে লিজার ভিডিও বার্তা প্রকাশের পর সংগঠনটির অভ্যন্তরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।