BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:৪২ এএম

Swapno

সারাদেশ

জুলাই কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয় : নুরুল হক নুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১০:৫৮ পিএম

জুলাই কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয় : নুরুল হক নুর

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “জুলাই মাস কারও বাপ-দাদার সম্পত্তি নয়, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের একক কৃতিত্বও নয়। জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন-সংগ্রামের ফসল।”

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের প্রতিপাদ্য ছিল—"সাম্য, মানবিকতা, মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়"।

নুর বলেন, “যেভাবে আওয়ামী লীগ একাত্তরের মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে রাজনীতির পুঁজি করেছে, ঠিক একইভাবে আজ জুলাইয়ের গণজাগরণকে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার বানাতে চাইছে। এই প্রবণতা বিপজ্জনক ও জনগণের আন্দোলনের সঙ্গে প্রতারণার শামিল।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের প্রকৃত চেতনা হলো—একটি ফ্যাসিবাদমুক্ত, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একটি এমন বাংলাদেশ গড়া, যেখানে কোনো স্বৈরাচার জন্ম নেবে না, যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের জবাবদিহির আওতায় থাকবেন এবং জনপ্রতিনিধিরা রাতের আঁধারে নয়, ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।”

নুর সাফ জানান, “জুলাইয়ের নামে রাজনৈতিক ব্যবসা যারা চালু করতে চাইবে, তাদের প্রতিহত করতে হবে। আন্দোলন ও ঐতিহাসিক অর্জনকে পুঁজি করে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে ব্যবহারের প্রবণতা জনগণের বিজয়ের অন্তরায়।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়া। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ।

গণঅধিকার পরিষদ ভিপি নুর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com