
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:১৪ পিএম
দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদী গোষ্ঠী : এ্যানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১০:৪৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দাবি করেছেন, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী শাসনের কিছু ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে সবাই নয়—অনেকেই দেশে ও দেশের বাইরে অবস্থান করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সেই অর্থ ব্যবহার করে দেশবিরোধী কার্যকলাপে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১৬ মে) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনসহ দলের নেতৃবৃন্দ।
এ্যানী বলেন, “এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের আরও সজাগ থাকতে হবে। না হলে আমরা যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি, তা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।”
তিনি জানান, দলের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে প্রতিনিধি নির্বাচন হচ্ছে। ওয়ার্ডভিত্তিক এই নির্বাচন থেকে শুরু করে ধাপে ধাপে ইউনিয়ন, থানা, জেলা পর্যন্ত নেতৃত্ব নির্বাচন হবে। একইসাথে জাতীয় পর্যায়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্যও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ্যানী আরও বলেন, “এটা শুধু দলের নির্বাচন নয়, এটা গণতন্ত্র চর্চার মঞ্চ। এখান থেকেই আমরা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছি। সিলেকশন নয়, প্রতিযোগিতার মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। কারণ, বর্তমান প্রজন্ম ভোট দিতে ভুলেই গেছে। ২০১৪-তে একতরফা, ২০১৮-তে রাতে ভোট এবং ২০২৪-এ আমাদের জেলে রেখে ভোট হয়েছে।”
তিনি আবারও বলেন, “এই নির্বাচন আমাদের শেষ লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় নির্বাচন। সে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে সরকারের কাছে প্রত্যাশা থাকবে।”
এ্যানী স্পষ্ট করে বলেন, “জনগণের ওপর যে দুঃশাসন চাপিয়ে দেওয়া হয়েছে, গুম-খুনের রাজনীতি চালানো হয়েছে, ছাত্রদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচার হওয়া জরুরি। এই বিচার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে।”
তিনি এও বলেন, “আমরা হাসিনার বিচার চাই। শুধু দল সংস্কার নয়, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের বড় লড়াই।”