বগুড়ায় সহপাঠীদের সামনে পুকুরে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় পানিতে ডুবে তামিম আহম্মেদ (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তামিম ধুনট পৌর এলাকার সদরপাড়া মহল্লার বাসিন্দা আল মাহমুদের ছেলে এবং কাদাই আবু হাসান (ঠান্ডা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তামিম তার গ্রামের কয়েকজন বন্ধু ও সহপাঠীর সঙ্গে স্থানীয় একটি পুকুরপাড়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ তারা বল পানিতে পড়লে তামিম তা তুলতে নেমে পড়ে। কিছুক্ষণ পর সে আর ভেসে ওঠেনি। সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তামিমের নিথর দেহ উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি নিছক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক ও সহপাঠীরা এমন করুণ পরিণতিতে শোকাভিভূত।



