
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম
বগুড়ায় কৃষক লীগের সভাপতির গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:৪২ পিএম

বগুড়ার কৃষক লীগ সভাপতি আলমগীর বাদশা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় বগুড়ার কৃষক লীগ সভাপতি আলমগীর বাদশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ মে) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার আকাশতারা মাষ্টারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার সাংবাদিকদের জানান, আলমগীর বাদশা ২০২৩ সালের ২২ আগস্ট সোনাতলা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।