
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম
উড্ডয়নের সময় চাকা খুলে পড়লেও বাংলাদেশ বিমানের ফ্লাইটের নিরাপদ অবতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও দক্ষ পাইলটের সহায়তায় ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। এতে শিশুসহ বিমানে থাকা ৭৫ আরোহী প্রাণে রক্ষা পান।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের বিজি-৪৩৬ নামের ড্যাশ ৮-৪০০ মডেলের ফ্লাইটটি।
বিমানবন্দর পরিচালক গোলাম মোর্তুজা হাসান জানান, উড্ডয়নের সময় বিমানের পেছনের চারটি চাকার মধ্যে একটি খুলে নিচে পড়ে যায়। বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরে এলে ঢাকার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ২টা ২১ মিনিটে ফ্লাইটটি সফলভাবে অবতরণ করে।
তিনি আরও বলেন, “বিমানের সব যাত্রী নিরাপদে আছেন। এই ঘটনায় কীভাবে চাকা খুলে পড়ল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি কারো গাফিলতির প্রমাণ মেলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের ঘটনার পরও পাইলটের দক্ষতা ও বিমানের ক্রুদের সমন্বিত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে যাত্রী ও তাদের পরিবার-পরিজনকে।