
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৩ এএম
যমুনার ভাঙনে বিলীন ৯ গ্রাম, নিঃস্ব শত শত পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:১৫ পিএম

ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নের নয়টি গ্রাম যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে বহু ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, ভাঙন এক মাস আগে শুরু হলেও এখন তা ভয়াবহ রূপ নিয়েছে। বহু মানুষ বসতভিটা ভেঙে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। কৈজুরি, সোনাতনী ও গালা ইউনিয়নের চরঠুটিয়া, মাকড়া, ধীতপুর, কুড়সী, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার, বৃ-হাতকোড়া ও মোহনপুর গ্রামে চলছে এই ধ্বংসযজ্ঞ।
ধীতপুরের কালু মোল্লা জানান, ১৯৮৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত ১১ বার ভাঙনের শিকার হয়েছেন। অন্যদিকে মাকড়া গ্রামের রজিনা খাতুন বলেন, সোনার মতো ফসল নদীতে চলে গেছে—এখন তাদের সামনে অনিশ্চয়তা।
স্থানীয় কৃষকদের দাবি, শত শত ঘরবাড়ি ও হেক্টরের পর হেক্টর জমি হারালেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
শাহজাদপুরের কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ জানান, গত ৬ বছরে প্রায় ২৮০ হেক্টর জমি নদীতে বিলীন হয়েছে। ইউএনও কামরুজ্জামান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।