চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু, আসছে আঁটি, গুঁটি ও বোম্বাই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। বৃহস্পতিবার (১৫ মে) জেলার আদর্শ মহিলা কলেজ এলাকার একটি আমবাগানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
কৃষি বিভাগের তৈরি করা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, প্রথম দিন থেকে আঁটি, গুঁটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি এবং ২৮ জুন থেকে বারি-৪ জাতের আম সংগ্রহ করা যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, জেলার চারটি উপজেলায় প্রায় ২,৩০০ হেক্টর জমিতে আমচাষ হচ্ছে এবং এবার প্রায় ৩৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা দেশের অন্যতম আম উৎপাদনকারী এলাকা, বিশেষ করে হিমসাগরের সুখ্যাতি রয়েছে আন্তর্জাতিক পর্যায়েও। আমরা এই ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত ঠেকাতে কঠোর নজরদারি থাকবে এবং প্রয়োজনে আম সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস।



