Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ: তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:৪২ পিএম

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ: তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা

ছবি : বগুড়ায় মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বনানী দ্বিতীয় বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে বসে তারা ‘ডিপ্লোমা চাই, ডিগ্রি চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় রাস্তায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বাসযাত্রী কুরবান আলী বলেন, ‘কোনো কিছু হলেই এখন রাস্তায় নেমে পড়ছে সবাই। এতে আমাদের মতো হাজারো সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় দাঁড়ালে কি সব সমস্যার সমাধান হয়?’

শিক্ষার্থী মেহেরুন নেছা বলেন, ‘এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন বছর ডিপ্লোমা করতে হয়। এরপরও আমাদের এই কোর্সকে এইচএসসির সমমান মনে করা হয়। এটি খুবই অসম্মানজনক। তাই আমাদের কোর্সকে স্নাতক ডিগ্রির সমমান দিতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর হবে।’

আরেক শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, ‘আমরা ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছি। সড়কে দাঁড়িয়ে জনগণের কষ্ট হচ্ছে—এটা আমরাও বুঝি। আমরা চাই, এমন পরিস্থিতি যেন আর না আসে। সরকার যেন আমাদের দাবির প্রতি সদয় হয়।’

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ করিম বলেন, ‘শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে তারা অবরোধ তুলে নিলে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন