
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু, এবার আম থেকে ১৬০০ কোটি টাকা আয়ের আশা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৫১ এএম

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই বাজারে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে দেশি গুটি জাতের আম।
কৃষকদের প্রত্যাশা, এবার ফলন ও দাম—দুই-ই ভালো হওয়ায় লাভজনক মৌসুম হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর আম থেকে প্রায় ১৬০০ কোটি টাকা আয় হতে পারে।
ম্যাঙ্গো ক্যালেন্ডারের সময়সূচি অনুযায়ী :
গোপালভোগ আম সংগ্রহ শুরু হবে ২২ মে থেকে
লক্ষণভোগ/লকনা ও রানীপছন্দ ২৫ মে
হিমসাগর ও খিরসাপাত ৩০ মে
ল্যাংড়া (ব্যানানা ম্যাংগো) ১০ জুন
আম্রপালী ও ফজলি ১৫ জুন
বারি-৪ আম ৫ জুলাই
আশ্বিনা ১০ জুলাই
গৌড়মতি ১৫ জুলাই থেকে নামানো যাবে
এছাড়া কাটিমন ও বারি-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে।
চলতি বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। আগের বছর চাষ হয়েছিল ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক কৃষক ইতোমধ্যে গাছ থেকে গুটি আম নামাতে শুরু করেছেন। পুঠিয়ার চাষি নাজির উদিন জানান, তিনি সাড়ে ৪ বিঘার একটি আমবাগান লিজ নিয়েছেন। সেই বাগানের গুটি আম গাছ থেকে আজ প্রথমদিন আম সংগ্রহ করেছেন। বাজারে ভালো সাড়া পাচ্ছেন, দামও সন্তোষজনক।
তিনি বলেন, এবার ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হবো বলেই আশা করছি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, আজ থেকে রাজশাহীর আম বাজারজাত শুরু হয়েছে। প্রথম ধাপে শুধু গুটি আম নামানো যাবে। উৎপাদন ও বাজার পরিস্থিতি দেখে আশা করছি, এবার কৃষকরা ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা আয় করতে পারবেন।