Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ ক্লাবে বিতর্কিত ‘ব্লিস বাইটস’ শো রুম নিয়ে সমালোচনার ঝড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৫৫ পিএম

নারায়ণগঞ্জ ক্লাবে বিতর্কিত ‘ব্লিস বাইটস’ শো রুম নিয়ে সমালোচনার ঝড়

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ ক্লাবের অভ্যন্তরে সম্প্রতি খোলা হয়েছে একটি নতুন খাবারের দোকান—‘ব্লিস বাইট্স’। নামটি নিরীহ মনে হলেও এর পেছনের গল্প অনেক বেশি ঘোলাটে। এই শোরুমের মালিক ‘উচ্ছ্বাস’— যিনি শহরের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব অয়ন ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। অয়ন, যিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে রাইফেল হাতে রক্তাক্ত রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন।

সেই সহিংসতার রক্তাক্ত স্মৃতি এখনো নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মনে জ্বলন্ত। গুলিতে প্রাণ হারিয়েছিল নিরীহ মানুষ, থমকে গিয়েছিল শহরের স্বাভাবিক জীবনযাত্রা। আজ সেই শহরের অভিজাত ক্লাবের দেয়ালে ঠাঁই পেয়েছে ‘ব্লিস বাইট্স’—অয়নের এক সময়ের সঙ্গীর ব্যবসা। প্রশ্ন উঠছে—এই ক্লাব কি তাহলে ক্ষমতার কাছে মাথা নত করেছে?

নারায়ণগঞ্জ ক্লাব বরাবরই শহরের অভিজাত ও প্রভাবশালী শ্রেণির মিলনস্থল। কিন্তু এমন একটি প্রতিষ্ঠানে বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীর ঘনিষ্ঠ কারো ব্যবসায়িক প্রবেশাধিকার আদৌ কতটা গ্রহণযোগ্য? ক্লাবের নীতিনির্ধারকেরা কি এই সিদ্ধান্তের সময় সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা বিবেচনায় নিয়েছেন, নাকি ওসমান পরিবারের রাজনৈতিক প্রভাব তাদের নিরব থাকার কারণ?

স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক শিক্ষক ক্ষোভের সুরে বলেন, “যারা আমাদের রাস্তায় রক্ত ঝরিয়েছে, তাদের ছায়া পড়ছে ক্লাবের ভেতরে? এটা আমাদের অস্তিত্বের ওপর আঘাত।” অভিযোগ রয়েছে, ‘ব্লিস বাইট্স’-এর আড়ালে ওসমানদের কালো টাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে দোকান বরাদ্দ বা ভাড়ায় ব্যবহৃত হচ্ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি উচ্ছ্বাসের নামে সরাসরি কোনো মামলা বা সাজা না থাকে, তাহলে তার ব্যবসায় আইনত বাধা নেই। কিন্তু এখানেই উঠে আসে নৈতিকতার প্রশ্ন। সমাজের ন্যায়ের বোধ, ইতিহাসের স্মৃতি, এবং নৈতিক দায়িত্ব কি শুধু আইনের সীমানাতেই সীমাবদ্ধ থাকবে?

‘ব্লিস বাইট্স’ কেবল একটি খাবারের দোকান নয়; এটি একটি প্রতীক—ক্ষমতা, প্রভাব এবং জনস্মৃতির টানাপোড়েনের প্রতীক। ওসমানদের ছত্রচ্ছায়ায় পরিচালিত এই ব্যবসা কি শহরবাসীর ক্ষতের ওপর আরেকটি আঘাত নয়?

নারায়ণগঞ্জ ক্লাবের এই অনুমোদন শুধু একটি শোরুম খোলার বিষয় নয়, এটি একটি সামাজিক পরীক্ষার ক্ষেত্র। সমাজ কি ক্ষমতার ভয়ে নিজের ইতিহাস ভুলে যেতে রাজি, নাকি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস রাখে? এই প্রশ্নই এখন নারায়ণগঞ্জের বাতাসে ভেসে বেড়াচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন