BETA VERSION রবিবার, ০৬ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম

Swapno

সারাদেশ

নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:০১ পিএম

নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় তানিয়া আক্তার বৃষ্টি (৩০) নামের এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতক এবং মা—দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

তানিয়া আক্তার দক্ষিণ পলাশ এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী। এর আগেও তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তানিয়ার গর্ভে যমজ সন্তান রয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু প্রসববেদনা শুরু হলে সকালে তাকে ঘোড়াশালের রৌশন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায়, গর্ভে তিনটি সন্তান রয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. তরিকত আলম শিল্পী জানান, আগেই জানা না গেলেও হাসপাতালে আসার পর পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দুপুর ১২টার দিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। তিনি আরও জানান, বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন, তবে সতর্কতা হিসেবে দুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

তানিয়ার স্বামী মো. আনোয়ার হোসেন বলেন, “আল্লাহ আমাদের একসঙ্গে তিনটি সন্তান উপহার দিয়েছেন। আমি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। এখন শুধু চাই, আল্লাহ আমার স্ত্রী ও সন্তানদের সুস্থ রাখুন।”

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক বলেন, “তানিয়াকে সকালে ভর্তি করার পর আমাদের চিকিৎসকরা গর্ভে তিনটি সন্তানের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর দুপুরে সফল সিজারিয়ানের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। আমরা মা ও নবজাতকদের সর্বোচ্চ যত্ন নিচ্ছি।”

নরসিংদী তিন সন্তানের জন্ম

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com