
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৭ এএম
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন।
নিহত রেহেনা বেগম (২৯) একই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, রেহেনা বেগমের সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী জনৈক ব্যক্তির মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামীর সন্দেহ হওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায় সময় কলহ লেগে থাকতো। মঙ্গলবার মধ্যরাতে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে পরকিয়া প্রেমের বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রেহেনা বেগমকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। “
ওসি বলেন, “ খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রেহেনা বেগমের মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শামীম হোসেন।