
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০১:৫৬ এএম
কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:২২ পিএম

ছবি : কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত
কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক শত ছাত্র-জনতা। কোন ব্যানার পেস্টুন না থাকলেও অনেকের কপালে বাঁধা ছিল জাতীয় পতাকা। সারিবদ্ধ দাঁড়িয়ে সমবেত কন্ঠে শুরু করেন জাতীয় সংগীত। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর ধনধন্যে পুষ্পেভরা, প্রথম বাংলাদেশ, আমি বাংলায় গান গাই সহ অসংখ্য দেশের গাণ।
এরপর একের পর এক শ্লোগান দিতে দেখা গেছে তাদের। শ্লোগানের ভাষা ছিল সবার আগে-বাংলাদেশ, ৭১ এর রাজাকার-হুশিয়ার সাবধান, ২৪ এর রাজাকার -হুশিয়ার সাবধান, তুমি কে আমি কে-বাংলাদেশী বাংলাদেশী।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠণ ও নানা পেশাজীবীদের অংশ গ্রহণ ছাড়াও ছাত্র-জনতা আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীওদর দেখা গেছে।