
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
সুনামগঞ্জে হাওরপাড়ে ফসল কাটার সমাপনী উৎসব, কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৪৬ এএম

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে ফসল কাটার সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে আয়োজিত এই উৎসবে কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে হাওরের শতভাগ ধান এবার কৃষকের গোলায় উঠেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো ক্ষতি ছাড়াই ফসল ঘরে তুলতে পেরে কৃষকরা আনন্দিত।
উৎসবে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।
অনুষ্ঠানে মোনাজাত ও মিষ্টিমুখের মধ্য দিয়ে ফসল ঘরে ওঠার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে জেলার ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন প্রায় ১০ লাখ কৃষক। উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন ধান, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।