BETA VERSION মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৩ এএম

Swapno

সারাদেশ

৩৪ হাজার এসএসসি পরীক্ষার্থীদের চকলেট উপহার দিলেন মানবিক ডিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৫৩ পিএম

৩৪ হাজার এসএসসি পরীক্ষার্থীদের চকলেট উপহার দিলেন মানবিক ডিসি

মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থী দ্বারা কেন্দ্র ভাঙচুরের ঘটনা নতুন নয়। তবে এবার সেই দৃশ্যের পুনরাবৃত্তি হয়নি। জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ব্যতিক্রমী এক উদ্যোগ পরীক্ষার্থীদের আচরণে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে।

জেলার প্রায় ৩৪ হাজার এসএসসি পরীক্ষার্থীকে এবার শেষ পরীক্ষার পর উপহার হিসেবে চকলেট দিয়েছেন জেলা প্রশাসক নিজে। এমন ছোট্ট কিন্তু আবেগঘন উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেল হয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করে কেন্দ্র ত্যাগ করেছে—কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই।

‘ডিসি স্যারের মতো অভিভাবক পেয়ে গর্বিত’

ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, "এমন মানবিক দৃষ্টান্ত সাধারণত দেখা যায় না। একজন ডিসি নিজ হাতে চকলেট দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন—এটা ভাবতেও ভালো লাগে। আমরা শিক্ষার্থীরা একসময় এমন অনুভূতির সাক্ষী হইনি। আজকের ছাত্ররা সৌভাগ্যবান।"

শৃঙ্খলাপূর্ণ বিদায়, অপ্রীতিকর ঘটনা নয়

কদমতুলি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার জানান, গত বছর তাদের কেন্দ্রে পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে এবার চকলেট বিতরণের মাধ্যমে সেই ধারা বদলে গেছে। "ছাত্রছাত্রীরা খুশিতে ফেটে পড়েছে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই কেন্দ্র ত্যাগ করেছে," বলেন তিনি।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা সুলতানাও জানান, তাদের কেন্দ্রে ১,১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও শিক্ষকদের আশাবাদ

নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা ও আদর্শ স্কুল কেন্দ্রের শিক্ষক আব্দুর রহিম বলেন, ডিসি স্যারের এমন মানবিক উপহার পরীক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ এবং আনন্দের সমন্বয় ঘটিয়েছে।

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক ফেরদৌস রহমান ও কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. নরুল ইসলাম জানান, পরীক্ষার্থীরা এবার শান্তিপূর্ণভাবে কেন্দ্র ত্যাগ করেছে, যা জেলা প্রশাসনের উদ্ভাবনী চিন্তার বাস্তব প্রমাণ।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগম বলেন, "শিক্ষার্থীদের চকলেট দিয়ে উৎসাহিত করার এই প্রয়াস খুবই প্রশংসনীয়। আমরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।"

ডিসি নিজে উপস্থিত ছিলেন

জেলা প্রশাসনের সূত্র জানায়, জেলার ৪৮টি কেন্দ্রের ৩৩,১৮২ জন পরীক্ষার্থীকে পরীক্ষার শেষে চকলেট উপহার দেওয়া হয়েছে। এ আয়োজন সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজে তদারকি করেন এবং আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।

পরীক্ষা শেষে ডিসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ নেন এবং অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার ইউএনও, সংশ্লিষ্ট শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা।

সততা, দায়িত্ববোধ আর উৎসাহের মিশেল

এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে এক ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা প্রশাসকের এমন মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত জেলার শিক্ষা পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনে শিক্ষার্থীদের সুশৃঙ্খলতা ও সচেতন আচরণে উৎসাহ জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী নারায়ণগঞ্জ চকলেট উপহার মানবিক ডিসি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com