
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:৪৫ এএম
বরিশালে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:২৩ পিএম

বরিশালে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মানববন্ধন
নিজ দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে এবার মানববন্ধন করেছে বরিশাল মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল নেতারা। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক বিচারের করা হয়।
সোমবার (১২ মে) দুপুরে নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা বলেন, নগরীতে জমি দখলের ঘটনায় মহানগর বিএনপির দুই নেতা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমে বক্তব্য দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিসংসার জেরে নিজ দলের লোকেরাই এমন মিথ্যাচার করছে বলে জানান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।
তারা দাবি করেন, সামনে মহানগর বিএনপির কমিটি। এ কারণেই মিথ্যাচার করে প্রতিপক্ষরা ফায়দা লোটার চেষ্টা করছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃতি সত্য গণমাধ্যমে তুলে ধরার দাবি জানান বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল নেতারা।