
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:১৫ এএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দ সরকারি অনুদানের চেক গ্রহণকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্থানীয় এক নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অভিযুক্ত আল হেলাল, যিনি জোটের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, ‘আহত যোদ্ধা’ পরিচয়ে সরকারি ১ লাখ টাকার চেক গ্রহণ করেন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে জেলা প্রশাসন উদ্যোগ নেয় বিষয়টি খতিয়ে দেখার।
রোববার (১১ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক বলেন, “চেক বিতরণের পর যাদের নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাদের চেক জমা না দিতে বলা হয়েছে। পুলিশ, প্রশাসন এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ প্রসঙ্গে যাচাই-বাছাই কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের বলেন, “আহতদের তালিকা তৈরির কাজ শুরু হয় সেপ্টেম্বর থেকে, অথচ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয় ডিসেম্বর মাসে। ফলে অনেকেই তালিকাভুক্ত হয়েছেন আমাদের অজান্তে। আমরা চাই একটি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।”
প্রসঙ্গত, আল হেলাল একসময় বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি ছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি বিপক্ষে অবস্থান নেওয়ায় চাকরি হারান বলে জানা যায়। আহত হিসেবে চেক গ্রহণ করার পর তার বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।