
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:৩৭ পিএম

বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ কোনো সাধারণ দল নয়—এটি হুজুর মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন, স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল। তাই এটিকে কেউ চাইলেই নিষিদ্ধ করতে পারবে না। একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত একমাত্র জনগণই দিতে পারে।
রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করলেই তা নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, তবেই দল তার অবস্থান হারায়। যারা অপরাধ করেছে, অন্যায় করেছে—তাদের বিচারের আওতায় আসা উচিত। তবে কোনো পরিষদ যা বলবে, সেটাই শেষ কথা—এমন ভাবা ঠিক না। আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের বিচার হতে হবে।"
পাকিস্তান-ভারত যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বঙ্গবীর বলেন, “এই যুগে যুদ্ধ শিশুদের খেলার বিষয় নয়। এখনকার যুদ্ধ হলে তার ভয়াবহতা হবে সীমাহীন এবং তা শুধু উপমহাদেশেই নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। ভারত যে কৌশলী রাষ্ট্র, এটা পৃথিবী জানে। তারা যুদ্ধের নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, কিন্তু তা অনেকের কাছে ধরা পড়ে গেছে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বের কোনো যুদ্ধ আর একক নয়। যুদ্ধের অভিঘাত সবাইকে স্পর্শ করে। বাংলাদেশ যেহেতু ভারতের নিকটবর্তী প্রতিবেশী, তাই সেখানে সংঘর্ষ হলে আমাদের ওপরও সরাসরি প্রভাব পড়বে।”
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস.এম. নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়নের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।