BETA VERSION শনিবার, ০৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

Swapno

সারাদেশ

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ

কুমিল্লাকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা ঘরে তুললো কক্সবাজার জেলা ফুটবল দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:৫৭ পিএম

কুমিল্লাকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা ঘরে তুললো কক্সবাজার জেলা ফুটবল দল

টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে জমজমাট ফাইনালে কুমিল্লা জেলা ফুটবল দলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল। রোববার (১১ মে) কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতীক্ষিত ম্যাচে স্বাগতিক দল ১-০ গোলে জয় তুলে নেয়।

ম্যাচের একমাত্র এবং বিজয়সূচক গোলটি আসে ১৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পির পা থেকে। প্রথমার্ধের ৪৪তম মিনিটে কুমিল্লার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট কক্সবাজারকে চ্যাম্পিয়ন বানায়।

তীব্র গরমের মধ্যেও হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে গ্যালারি পরিপূর্ণ হয়ে ওঠে। ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল টান টান উত্তেজনায় ভরা। যদিও মাঠের উত্তাপে উন্মাতাল গ্যালারির বিপরীতে, প্রেসবক্স ও ভিআইপি গ্যালারির দর্শনার্থীদের ছিল ভিন্ন অভিজ্ঞতা—নষ্ট এসি ও অব্যবস্থাপনার কারণে তারা ভোগান্তির শিকার হন।

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কুমিল্লা দল একাধিক বার গোল শোধের চেষ্টা করলেও সফল হতে পারেনি। কক্সবাজারের রক্ষণভাগ মনির, মিনহাজ ও হেলালদের নেতৃত্বে শক্ত প্রাচীর হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধের শেষদিকে কক্সবাজারের সাইফ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মেরে সহজ সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব এবং জেলা ক্রীড়া অফিসার ও ডিএসএ সদস্য সচিব মো. আলাউদ্দিন।

চ্যাম্পিয়ন কক্সবাজার দলের গোলরক্ষক সাঈদী হয়েছেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং মিডফিল্ডার কৌশিক বড়ুয়া ‘ম্যান অব দ্য ফাইনাল’-এর সম্মান লাভ করেন।

টুর্নামেন্টের পথে কক্সবাজার দল রাঙামাটিতে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ফেভারিট চট্টগ্রামকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে। অন্যদিকে, কুমিল্লা দল নিজেদের মাঠে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয়।

জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন বলেন, “দুই শক্তিশালী দলের ফাইনাল দেখতে কক্সবাজারের দর্শকরা স্টেডিয়াম ভরিয়ে দিয়েছেন। আমরা ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজনের উদ্যোগ নেব।”

কমিশনার গোল্ডকাপ শিরোপা চট্টগ্রাম বিভাগ হ্যাট্রিক শিরোপা কক্সবাজার জেলা ফুটবল দল

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com