
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম
প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বগুড়ার মোস্তফা কামাল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৩৪ পিএম

প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বগুড়ার মোস্তফা কামাল
প্রাথমিক শিক্ষা পদক-২০২৪–এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে রাজধানী ঢাকায় গত শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মো. মোস্তফা কামালের পাশাপাশি নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানাও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন।
ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়া, শিক্ষা সপ্তাহে দিনাজপুরের চিরিরবন্দরের সুব্রত খাজাঞ্জীর প্রতিষ্ঠান সেরা স্কুল হিসেবে এবং রাজশাহী পিটিআই (প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট) শ্রেষ্ঠ পিটিআই হিসেবে নির্বাচিত হয়।