Logo
Logo
×

সারাদেশ

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে এজেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে এজেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে এজেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়েছে এজেড স্পোর্টিং ক্লাব। রবিবার (১১ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ব্রাইট স্টার ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জয় করে।

টস জিতে এজেড স্পোর্টিং ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ব্রাইট স্টার ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান। দলের হয়ে মাহবুব সর্বোচ্চ ৪৪, রেদওয়ান ৩৮ ও হৃদয় ১৯ রান করেন। এজেড স্পোর্টিংয়ের হয়ে ফাহিম ৩টি, সৌরভ ২টি এবং আল-আমিন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে জীবন-এর অপরাজিত ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে এজেড স্পোর্টিং ক্লাব ১১ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আশিক ৩২ ও আহাদ ১৫ রান করেন। ব্রাইট স্টার ক্লাবের হয়ে নাহিদ ২টি এবং আবির, হৃদয়, ফিরোজ ও মাহবুব ১টি করে উইকেট শিকার করেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন এজেড স্পোর্টিং ক্লাবের জীবন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ব্রাইট স্টার ক্লাবের অলরাউন্ডার শিশির। সেরা বোলার হন এজেড স্পোর্টিং ক্লাবের ফাহিম এবং যৌথভাবে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ব্রাইট স্টার ক্লাবের রেদওয়ান ও এজেড স্পোর্টিং ক্লাবের রাইয়াত। ইমার্জিং টিম হিসেবে স্বীকৃতি পায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইরুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, শহর জামায়াতের ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, এনসিপির জেলা সংগঠক শাহরিয়ার জুহিন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে কপালে গুলিবিদ্ধ ক্রিকেটার নুরুল্লাহকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৬ জেলা ক্রিকেট দল এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের ট্র্যাকস্যুট উপহার দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন