
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম
বুদ্ধ পূর্ণিমায় হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৩৩ পিএম

বুদ্ধ পূর্ণিমায় হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, সরকারি ছুটির কারণে ব্যবসায়ী ও শ্রমিকদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, সোমবার (১২ মে) সকাল থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।