
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম
বগুড়ায় একদিনের ব্যবধানে ভাঙল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫, ০৫:৫২ পিএম

বগুড়ায় একদিনের ব্যবধানে ভাঙল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
বগুড়ায় একদিনের ব্যবধানে ভেঙেছে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শনিবার (১০ মে) দুপুর ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ। এর আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, তাপমাত্রা বেড়েই চলেছে এবং গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে এই বৃদ্ধি নতুন রেকর্ড স্থাপন করেছে।
অস্বাভাবিক এই গরমে জনজীবনে ভোগান্তি চরমে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।