
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
নরসিংদীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫, ০১:৪১ পিএম

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন
নরসিংদীতে দেশ টেলিভিশনের প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং তার পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ভয়াবহ হামলা চালায় তিনজন মুখোশধারী দুর্বৃত্ত।
আক্রমণের সময় আকরাম হোসেন তার স্ত্রী, দুই বছর বয়সী শিশু সন্তান ও ভাগনিকে নিয়ে গাড়িতে ছিলেন। হামলাকারীরা আকরাম হোসেনকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে গেলে তিনি তাৎক্ষণিকভাবে সরে যান, ফলে কোপটি তার গাড়ির বাম পাশে লাগে। হামলাকারীরা পুনরায় আক্রমণ চালানোর চেষ্টা করে এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। কিন্তু আশপাশের লোকজন টের পেয়ে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পাশের একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফুটেজ সংগ্রহ করে। ইতোমধ্যে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হক জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।