
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১৩ কিমি দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:২৪ পিএম

ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও বিক্ষোভে নেমেছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ। রাত ৯টা থেকে তারা সেখানে জড়ো হয়ে মিছিল ও স্লোগান দিয়ে পুরো সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
ফলে সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, যা সময়ের সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।
বিক্ষোভকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—“একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “দফা এক, দাবি এক—লীগ নট কাম ব্যাক”, “যদি তবে কিন্তু নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের সহিংসতার জন্য দায়ী আওয়ামী লীগকে দীর্ঘ আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। “আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি—দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না,” বলেন একজন বিক্ষোভকারী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, “আমরা আছি এবং শিক্ষার্থীদের শান্তভাবে বুঝিয়ে সড়ক ছাড়ানোর চেষ্টা করছি।”