
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম
শেরপুরে পুকুর থেকে উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:১০ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে র্যাব, যা কষ্টিপাথরের বলে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে বিক্রির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১২-এর একটি দল শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের চন্ডিপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে এবং ফরিদ, বুলবুল ও নাসিম নামের তিন সন্দেহভাজনকে আটক করে। তারা সবাই রাজবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, খোট্টাপাড়ার বেলালের বাড়ির পুকুরে খেলার সময় শরিফ নামের এক কিশোর মূর্তিটি খুঁজে পায়। এরপর তার পরিবার বিষয়টি গোপন রাখতে চাইলেও খবর এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এরপরই ফরিদ, বুলবুল ও নাসিম মূর্তিটি নিজেদের দখলে নিয়ে বিক্রির চেষ্টা শুরু করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১২ বিকেল ৪টার দিকে চন্ডিপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে এবং তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “মূর্তিটি কষ্টিপাথরের হতে পারে, তবে যথাযথ পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। এ ধরনের কোনো ঐতিহাসিক বা সরকারি সম্পদ পাওয়া গেলে তা আইন অনুযায়ী জমা দেওয়া উচিত।”
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “র্যাব একটি মূর্তি উদ্ধার করেছে বলে আমরা অবগত হয়েছি।”