
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম
চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ, যা গত দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধরে রেখেছে জেলা শহরটি। শুক্রবার (৩ মে) সেখানে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ।
প্রচণ্ড রোদের তাপে জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। দিনের বেলায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যান-রিকশা চালক ও কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এসব শ্রমজীবী মানুষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, রোদ এতটাই তীব্র যে শহরের বিভিন্ন সড়কে পিচ গলে যেতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা এই তাপমাত্রার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৪ শতাংশ, যা পরিস্থিতিকে আরও শুষ্ক ও অস্বস্তিকর করে তুলেছে।
এর আগের দিন, বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল—৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের প্রথম শ্রেণির পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত তীব্র তাপপ্রবাহ ১৩ মে পর্যন্ত আরও বাড়তে পারে।
এই দীর্ঘস্থায়ী দাবদাহে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসক ও প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।