
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৪৪ পিএম

সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আসাদুজ্জামান শাহীন ও তানিম শাহেদ রিপন।
কমিটিতে ১৮ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক ও ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এর পাশাপাশি, আলহাজ অ্যাডভোকেট হারুন আল রশিদকে প্রধান উপদেষ্টা করে ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
সিরাজুল ইসলাম সিরাজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঘোষিত কমিটিই এখন জেলা বিএনপির পূর্ণাঙ্গ নেতৃত্ব দেবে।
এর আগে, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের কারণে তা দু’বারই স্থগিত হয়। সম্মেলনের বিপক্ষে দলটির একটি বড় অংশ প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। পরে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কেবল প্রথম অধিবেশন, কাউন্সিল ছাড়া শুধুমাত্র সমাবেশ। সেটিও মূলত জেলা সদরের পরিবর্তে আশুগঞ্জ উপজেলায় স্থানান্তরিত হয়ে হয়।
তবে শেষ পর্যন্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।