
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন কবির মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:২৩ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন কবির মিয়া চলতি বছেরর এপ্রিলের ২৪ তারিখের মাউশির বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
সভাপতি কবির মিয়া পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আব্দুর রাশিদ সাবেক মেম্বার এর ছোট ছেলে এবং তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সভাপতি কবির মিয়া বলেন, ‘আমি হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। আমার স্কুলজীবন কেটেছে এখানেই সেই প্রিয় স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।প্রথমে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি।এবং এলাকাবাসী,ও অবিভাবকের সদস্য, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীর প্রতি চিরকৃতজ্ঞ। স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন, তিনি বলেন এই স্কুলের শিক্ষার মান ও উন্নয়ন মূলক কাজ করে যাবো। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
এছাড়াও এ কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনিরুজ্জামান এবং অভিভাবক সদস্য হিসেবে মো. জাহেদুল এর নাম রয়েছে।
অত্র বিদ্যালয়ের এডহক কমিটি হওয়ায় এলাকায় সুশীল সমাজ ও স্কুলের অভিভাবক মহল এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কমিটির সদস্যদের।