
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম
আইভীকে বহন করা পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:২২ এএম

আইভীকে বহন করা পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ মে) ভোরে গ্রেপ্তারের পর আইভীকে নিয়ে যাওয়ার পথে শহরের বি বি রোডের কালির বাজার এলাকায় বহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা এ সময় পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পুলিশের গাড়িবহরে ইটপাটকেল ছুড়ে মারে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১২টা থেকে দেওভোগের চুনকা কুটিরে আইভীর বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মসজিদে ঘোষণা দিয়ে কর্মী-সমর্থকরা জড়ো হন এবং এলাকায় ব্যারিকেড দিয়ে রাতভর বিক্ষোভ চালান। দীর্ঘ ৬ ঘণ্টা অবরুদ্ধ অবস্থার পর শুক্রবার ভোর পৌনে ৬টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগে অন্তত ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এদিকে গ্রেপ্তারের সময় সাংবাদিকদের উদ্দেশে আইভী বলেন, “পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখায়নি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলাটা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। আমি কারো বিরুদ্ধে কিছু করিনি, বরং নারায়ণগঞ্জে ২১ বছর মানুষের পাশে ছিলাম, হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি।”
তিনি আরও বলেন, “সরকারের কাছে জানতে চাই—আমি কোনো অপরাধ করিনি, পালাইওনি। তাহলে কেন গ্রেপ্তার? মাত্র এক মাস আগে আমার ভাই মারা গেছে, আমি সন্তানদের নিয়ে ঘরে ছিলাম।”
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশন বিলুপ্ত হলে আইভী বাড়িতে অবস্থান করছিলেন।