
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০২:১৯ এএম
রাতভর নাটকীয়তার পর গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:১৪ এএম

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে রাতভর চাঞ্চল্যকর অভিযান শেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসার চারপাশ ঘিরে অবস্থান নেয় পুলিশ। অভিযান চলাকালে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার কর্মী-সমর্থকদের আহ্বান জানানো হলে বিক্ষোভ শুরু হয়। তারা সড়কে অবস্থান নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং গ্রেপ্তার ঠেকাতে সারারাত বিক্ষোভ চালায়।
প্রায় ছয় ঘণ্টা উত্তেজনাকর পরিস্থিতির পর শুক্রবার (৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে দেওভোগের চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয় বলে জানান তিনি।