
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:০২ এএম
মধ্যরাতে নারায়ণগঞ্জে আইভীর বাসায় অভিযান, স্থানীয়দের প্রতিরোধে অবরুদ্ধ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০১:৩৪ এএম

স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকদের প্রতিরোধের মুখে পুলিশের একটি দল তার বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটক করতে মধ্যরাতে তার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকদের প্রতিরোধের মুখে পুলিশের একটি দল তার বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ নামক বাসভবনে অভিযান চালায় বলে যুগের চিন্তা ২৪ কে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতই রাস্তায় নেমে আসেন আশপাশের মানুষজন ও আইভীর রাজনৈতিক অনুসারীরা। তারা বাড়ির সামনে দুইটি রাস্তা বাঁশ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি দিয়ে আটকে দেয় এবং পুলিশ সদস্যদের ভেতরে অবরুদ্ধ করে রাখে।
স্থানীয় মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে আরও মানুষকে জড়ো হতে বলা হয়, ফলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি।
ঘটনাস্থলে এখনো পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভী বাড়িতেই আছেন। তবে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।